• সদ্যপ্রাপ্ত সংবাদ

    চলন্ত বাসে চবি ছাত্রী'র শ্লীলতাহানি,চালক সহকারীসহ আটক ৩




    চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় হেল্পারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

    পটিয়া থেকে নগরীতে আসার সময় সোহাগ পরিবহনের চলন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীর ধর্ষণ চেষ্টার ঘটনায় হেল্পারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

    আজ শনিবার রাত ৯টার দিকে চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ ৩ জনকে আটক করেছে।

    আটককৃতরা হল- সোহাগ পরিবহণের সুপার ভাইজার আলী আব্বাস, হেলপার ভূট্টো, ও চালক এহসান করিম।

    চান্দগাঁও থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নগর গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চালক সহকারীসহ ৩ জনকে আটক করেছে।

    প্রসঙ্গতঃ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের (পটিয়া) বোনের বাড়ী থেকে নগরীর ২ নম্বর গেইট এলাকায় আসার পথে সোহাগ পরিবহনের একটি বাসে চালক হেলপার মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির করে। বাসের মধ্যে ছাত্রীর সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই ঘটনার বর্ণনা দিয়ে বৃহস্পতিবার  ওই শিক্ষার্থী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

    এর পরপরই ঘটনার তদন্তে পুলিশ অভিযান পরিচালনা করে।

    প্রকাশিত: রবিবার, ০১ ডিসেম্বর, ২০১৯