বি এন পি নেতারা এতই টাকার মালিক রাজপথে নামতে ভয় পান।
সরকারবিরোধী আন্দোলনে সফল না হওয়ায় নিজ দলের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দলের সিনিয়র নেতারা এতই টাকাকড়ির মালিক হয়েছেন যে আন্দোলনে নামতে ভয় পান।
বুধবার বিকেলে (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপির ওপর দায়িত্ব ছিল আমার গ্রেফতারের প্রতিবাদ করার। কিন্তু দুঃখের বিষয় তারা সেই প্রতিবাদ করতে পারেনি। ৩ বার জেলে গিয়েছি রাজপথ থেকে, আমাকে কিন্তু বাসার থেকে ধরেনি কখনো। একটা লোক ফোন করে খবর নেয়নি। দীর্ঘ ২৮ বছর এ দল করি, কোনো সহমর্মিতা নেই। কেন এই অবস্থা হলো এ দলের। কর্মীরা অনেক সাহসী, তারা কত ত্যাগ স্বীকার করেছে গ্রামেগঞ্জে, কর্মীরা সাহসী আছে নেতৃবৃন্দ দুর্বল। এদের কেউ কেউ এতো পয়সা বানিয়েছে যে রাজপথে রোদ লাগাতে ইচ্ছা করে না।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯