• সদ্যপ্রাপ্ত সংবাদ

    খেলোয়াররা যখন চাইবে,তখন নিরবাচন।

    ব্যাটে-বলে যারা মাঠ মাতান, এবার তারা নাড়া দিয়েছেন বোর্ড কর্তাদের মসনদ। দাবি আদায়ে সোচ্চার হয়েছেন। নানা সময়ে বঞ্চনার বিরুদ্ধে হয়েছেন প্রতিবাদী।

    প্রথমে ১১ দফা আর সবশেষ ১৩ দফা দাবির প্রথম দাবি কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন নামের এই সংগঠন আদতে ক্রিকেটারদের দাবিই তুলে ধরতে পারছে না, এমন দাবি বর্তমান ক্রিকেটারদের।

    ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে দাবি পূরণের আশ্বাস দিলেও, কোয়াবের বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে পারেননি বিসিবি প্রধান। জানিয়েছেন, সেটি বোর্ডের এখতিয়ারের বাইরে। তবে কোয়াব সভাপতি বলছেন, ক্রিকেটাররা যখন চাইবে তখনই দেয়া হবে নির্বাচন।

    কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় বলেন, 'অনেক কিছু খেলোয়াড়দের জানার বাইরে ছিলো। সে সম্পর্কে তাদের একটি ধারণা দেওয়া হয়েছে। তারা চায় নতুন কমিটি হোক। সেটাই হবে কিন্তু নির্বাচনের মাধ্যমে।

    বলা চলে, আন্দোলন এখানেই শেষ। মাঠের ক্রিকেট আবারো ফিরছে মাঠেই। ক্রিকেটাররা যে ধাক্কা দিয়েছেন, সেখান থেকে মুক্তি মিলেছে। বোর্ডও ফেলছে স্বস্তির নিঃশ্বাস।


    দুর্জয় আরো বলেন, খেলোয়াড়দের বলা হয়েছে। তারা তাদের সুযোগ বুঝে আমাদের সময় দেবে। আমরা নির্বাচনের আয়োজন করবো।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯