চুরি করতে গিয়ে ধরা খেয়ে,চোর বলে পুলিশের লোক।
জুমার নামাজ পড়ার জন্য বাসায় তালা লাগিয়ে মসজিদে গিয়েছিলন গৃহকর্তা। নামাজ শেষে বাসায় ফিরে দেখেন দরজা লাগানো আছে, কিন্তু তালা নেই। ভেতর থেকে দরজা বন্ধ। কড়া নাড়তেই চোর বলে উঠল-আমরা পুলিশের লোক।গৃহকর্তা পরে থানায় ফোন করেন সেই। পুলিশ গিয়ে দরজা খুললে দেখা যায়, এক চোর দাঁড়িয়ে আছে। শুক্রবার নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় শাহজাহান সোসাইটির মমতাজ ভিলায় ঘটনাটি ঘটে। সেই চোরকে এক নজর দেখতে ভিড় করেন এলাকাবাসী। পরে ওই ভুয়া পুলিশকে থানায় নিয়ে যাওয়া হয়। আটক চোর জামাল উদ্দিনের (৪০) বাড়ি চন্দনাইশের দোহাজারীতে।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, দুপুরে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জামাল। এরপর ভেতর থেকে হুক লাগিয়ে মালপত্র গোছাচ্ছিল সে। কিন্তু বের হওয়ার মুহূর্তে বাড়ির মালিক চলে আসায় ওই চোর ধরা পড়ে। সে আলমারি ভেঙে জায়গা-জমির মূল দলিল, গহনাসহ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯