নভেম্বরে মেসির আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ঢাকায় আসছে।

প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের অফিশিয়াল টুইটার ও ফেসবুক প্রোফাইলে জানানো হয়, আগামী নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঢাকা আসছে আর্জেন্টিনা দল। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি এখনো।
প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন এক টুইটার পোস্টে জানিয়েছে, ১৮ নভেম্বরে ঢাকাতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবেন তারা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এ ম্যাচ খেলতে পারবেন মেসিও।
আট বছর আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিলেন লিওনেল মেসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবার দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়কের খেলা।
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯