শুরু হচ্ছে বৃহস্পতিবার 'প্রিন্টেক বাংলাদেশ-২০১৯
গতকাল সোমবার (০৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স এবং পিআইবি এসব এ তথ্য জানান।
এ সময় জানানো হয়, এই প্রদর্শনীর মাধ্যমে একই ছাদের নীচে, মুদ্রণ শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, মেশিনারিজ, কাগজ, কালি, স্পেয়ার্সসহ বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শিত হবে। এ সময় জানানো হয়, এবারের প্রদর্শনীতে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি চীন, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াসহ বিদেশী কয়েকশ প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।১২ই অক্টোবর পর্যন্ত প্রদর্শনীটি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯