নেইমারের শাস্তি কমানো হয়েছে ।
৬ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষের ম্যাচে পিএসজির বিপক্ষে রেফারির দেয়া সিদ্ধান্তকে 'কলঙ্কজনক' বলে আখ্যায়িত করেছিলেন নেইমার। ম্যাচ রেফারিদের প্রতি এরূপ অপমানজনক শব্দ উচ্চারণের অভিযোগে উয়েফা নেইমারকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে।
পিএসজি উয়েফার এ সিদ্ধান্তের বিপক্ষে আপিল করলে নেইমারের বিপক্ষের তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে তা দুই ম্যাচ করা হয়।
এর ফলে নেইমার সামনের রিয়াল মাদ্রিদ এবং গ্যালাতাসারে'র বিপক্ষের ম্যাচ দুটিতে খেলতে পারবেন না। তবে ব্রাজেসের বিপক্ষে ২২ অক্টোবরের ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে পারবেন তিনি।
![]() |
নেইমার।ছবি-সংগৃহীত।দিগন্ত নিউজ বিডি। |
পিএসজি উয়েফার এ সিদ্ধান্তের বিপক্ষে আপিল করলে নেইমারের বিপক্ষের তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে তা দুই ম্যাচ করা হয়।
এর ফলে নেইমার সামনের রিয়াল মাদ্রিদ এবং গ্যালাতাসারে'র বিপক্ষের ম্যাচ দুটিতে খেলতে পারবেন না। তবে ব্রাজেসের বিপক্ষে ২২ অক্টোবরের ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে পারবেন তিনি।