মৌসুমে নিজের প্রথম ম্যাচে বার্সাকে জেতাতে পারলেন না মেসি কাফ ইনজুরিতে এই মৌসুমে শুরু থেকে মাঠের বাইরে ছিলেন মেসি। ৫৯ মিনিটে তরুণ সেনসেশন আনসু ফাতির বদলি হয়ে মাঠে নামেন তিনি। কিন্তু ম্যাচের ভাগ্য পাল্টাতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য তিনি মাঠে পা রাখার ২ মিনিট আগে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন বাঁচান বার্সাকে। বার্সা রাইট ব্যাক নেলসন সেমেদোর কঠিন চ্যালেঞ্জে বক্সের মধ্যে পড়ে যান জ্যাডন সানচো। স্পট কিক থেকে মার্কো রিউসের শট ঠেকান বার্সা গোলরক্ষক।চ্যাম্পিয়নস লিগ নিজেদের প্রথম ম্যাচে ফেভারিট বার্সেলোনা গোলশূন্য ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে।
 |
বার্সেলোনা বনাম বুরুশিয়া ডরট্মুন্ড।ছবি- সংগৃহীত। দিগন্ত নিউজ বিডি। |