• সর্বশেষ আপডেট

    মেসি ও রোনালদোকে পেছনে ফেলতে পারবেন ডাইক?

    ১৩ বৎসর পর কোনো ডিফেন্ডার ইউরোপ সেরা হয়েছেন। ভার্জিল ফন ডাইক কি পারবেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে বিশ্বের সেরা ফুটবলার হতে? উয়েফা সেরা পুরস্কার ঘোষণা হওয়ার তিন দিন না যেতেই নতুন এক পুরস্কারের ঘোষণা হতে যাচ্ছে। আজ ২০১৮-১৯ মৌসুমের ফিফা বেস্টের সেরা তিনের নাম জানিয়ে দিয়েছেন ফিফা। উয়েফার মতো এখানেও লড়াইটা ডাইকের সঙ্গে মেসি ও রোনালদোর।
    djik-digontonewsbd.com
    গত মৌসুমে বহুদিন পর সেরা ফর্মের মেসির দেখা মিলেছে। সব প্রতিযোগিতা মিলে ৫০ গোল করেছেন, দলকে লা লিগা জিতিয়েছে। ওদিকে গোলে মেসির চেয়ে পিছিয়ে থাকলেও ঘরোয়া লিগ জেতার পর দেশের হয়ে নেশনস কাপ জিতেছেন রোনালদো। আর লিভারপুলকে এক যুগেরও বেশি পরে চ্যাম্পিয়নস লিগ জেতানোয় ও লিগে দ্বিতীয় করায় বড় অবদান ডাইকের।  এই তিনজন ফিফা বেস্টের সেরা তিনে জায়গা করে নিয়েছেন।

    ফিফার সেরা যদি নাও হতে পারেন মেসি, একটি অধরা ট্রফি ধরার সুযোগ থাকছে তাঁর। এখনো সেরা গোলের পুরস্কার পুসকাস ট্রফি পাওয়া হয়নি মেসির। অষ্টমবারের মতো মনোনীত হওয়া মেসির সঙ্গী কিনতেরো ও ড্যানিয়েল সোরি।