• সর্বশেষ আপডেট

    সাকিব'দের আজ আফগান পরীক্ষা ।

    জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ আবার মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের দল। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
    বাংলাদেশ বনাম আফগানিস্তান।ছবি- সংগৃহীত -digontonewsbd.com

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয় আত্মবিশ্বাস ফিরিয়েছে বাংলাদেশ দলে, আজ আফগান পরীক্ষায় নামার আগে যেটি স্বাগতিকদের জ্বলে ওঠার রসদ হবে। চট্টগ্রাম টেস্টে হারের স্মৃতি ভুলে ছন্দে ফিরতে মুখিয়ে থাকবে সাকিব বাহিনী।

    যদিও টি-২০তে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। দুই দলের মধ্যকার চার ম্যাচের তিনটিই জিতেছে আফগানরা। গত বছর দেরাদুনে ৩-০তে বাংলাদেশকে হারিয়েছিল তারা। বাংলাদেশের জয় যেটি, সেটি ২০১৪ টি-২০ বিশ্বকাপে, মিরপুর স্টেডিয়ামেই।

    র‌্যাংকিংয়েও এগিয়ে আফগানরা। টি-২০ র্যাংকিংয়ে ৭ নম্বরে অবস্থান করছে রশিদ খানের দল। বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে।

    শনিবার অনুশীলন শেষে বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিও জানিয়েছেন, আজ জয়ের জন্যই খেলতে নামবে টাইগাররা। প্রোটিয়া এই কোচ বলেছেন, আমার বিশ্বাস, আমাদের এখানে যে-ই খেলতে আসুক, আমরা তাদের হারাতে পারি, আর স্বাগতিক হিসেবে আমাদের জেতা উচিত। আমাদের সেই প্রতিভা আছে।