• সদ্যপ্রাপ্ত সংবাদ

    হাইকোর্টে রুল খারিজ, জামিন পাননি মির্জা ফখরুল

      

    প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেয়নি হাইকোর্ট। এদিন মির্জা ফখরুল ইসলামকে কেন জামিন দেয়া হবে না মর্মে হাইকোর্টের জারি করা রুলও খারিজ করে দেয় আদালত। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।  জামিন শুনানির সময় আদালতে ছিলেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যরা। এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ নাশকতার আরো ৯ মামলায় ফখরুলের পূর্নাঙ্গ জামিন শুনানি হবে।  গতকাল আংশিক জামিন শুনানি হয়। তার আগে ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। এসময় আদালতে উপস্থিত ছিলেন ফখরুল।ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে কি না, তা মক্কেলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগসহ নাশকতার বিভিন্ন অভিযোগে রমনা থানায় ৩ টি এবং পল্টন থানায় ৭ টি মামলা করে পুলিশ। পরদিন ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।  এরপর থেকে কারাগারে রয়েছেন ফখরুল।
    প্রকাশিত রবিবার ১০ জানুয়ারি ২০২৩