• সদ্যপ্রাপ্ত সংবাদ

    স্বতন্ত্র নির্বাচনে আসলে আগে পদত্যাগ করতে হবে দলীয় এমপিদের: ইসি রাশেদা

     

    নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, 'দলীয় কোন এমপি স্বতন্ত্র নির্বাচন করতে চাইলে তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে।'রাশেদা সুলতানা আরও বলেন, 'বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে, তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

     মঙ্গলবার দুপুরে রাজশাহীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এসব কথা বলেন।রাশেদা সুলতানা বলেন, 'ভোটার উপস্থিতি বাড়াতে বড় ভূমিকা রাখবে প্রার্থীরা। আর ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে কমিশন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েনের ভাবনা আছে কমিশনের।

    'রাজশাহীর বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারও উপস্থিত ছিলেন। আগে সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
    প্রকাশিত মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩