• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ইসরায়েলি জাহাজে হুতির হাম*লা, ছবি প্রকাশ

     

    ভারত মহাসাগরে ইসরায়েলি একটি জাহাজে হামলা হয়েছে। গতকাল শুক্রবার মহাসাগরের মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক জলসীমায় থাকার সময় এই জাহাজে হামলা হয়। এবার সেই হামলার একটি ছবি প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলছে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) একটি ছবি শেয়ার করেন হুতির পলিটিক্যাল ব্যুরোর সদস্য হাজেম আল–আসাদ। তাতে জাহাজ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।গত শুক্রবার তিনকোণা একটি শাহিদ–১৩৬ ড্রোনে বোমা হামলা করা হয়েছে। এই হামলা ইরান করেছে বলে অভিযোগ আমেরিকার। জাহাজটি এক ইসরায়েলি কোটিপতির। কর্তৃপক্ষ বলছে, ড্রোনটি জাহাজে এসে বিস্ফোরিত হয়। তবে এতে জাহাজের ক্ষতি হলেও কেউ আহত হননি। পুরো ব্যাপারটি পর্যালোচনা করা হচ্ছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর হামাস–ইসরায়েল সংঘাত শুরু হয়। বর্তমানে যুদ্ধবিরতি চলছে। গাজায় চলমান যুদ্ধে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করলে হামাসের হয়ে লড়াই করার হুমকি দিয়েছিল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি।
    প্রকাশিত শনিবার ২৫ নভেম্বর ২০২৩