বিএনপির ২ নেতা বহিষ্কার
নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফখরুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হলো।খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে রাজধানীর মালিবাগ স্কাই সিটি হোটেল লাউঞ্জে সংবাদ সম্মেলন এ দুই নেতা দলের চলমান আন্দোলনে দ্বিমত পোষণ করে নির্বাচনের অংশ নিতে বিএনপিকে আহ্বান জানান। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, তার বহিষ্কারে দলের ক্ষতি হবে না বরং দলের শৃঙ্খলা ঠিক থাকবে।
প্রকাশিত শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩
প্রকাশিত শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩