• সদ্যপ্রাপ্ত সংবাদ

    জিপিএইচ ইস্পাত ও পার্কভিউ হাসপাতালের মধ্যে কর্পোরেট সমঝোতা স্মারক চুক্তি

     

    শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত ও চট্টগ্রামের শীর্ষস্থানীয় পার্কভিউ হাসপাতালের মধ্যে এক কর্পোরেট সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়েছে।

    আজ ( ৮ আগস্ট) মঙ্গলবার সকাল ১০ টায় পার্কভিউ হাসপাতাল এর বোর্ড রুমে এই সমঝোতা চুক্তি অনুষ্ঠিত হয়।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চীফ কর্পোরেট রিলেশনস অফিসার, শোভন মাহাবুব শাহাবুদ্দিন রা্‌ হেড অফ ট্যালেন্ট এন্ড ডেভেলপমেন্ট, অতনু গুপ্ত, ম্যানেজার রিওয়ার্ড, পিএমএস এন্ড ওডি -এইচ
    আর ডিভিশন, মোঃ হামিদ হাসান রিয়াদ, এসময় শোভন মাহাবুব শাহাবুদ্দিন রাজ বলেন, জিপিএইচ ইস্পাত এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি-ভিত্তিক প্ল্যান্ট, ইস্পাত তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি
    স্থাপনের জন্য বড় বিনিয়োগ করেছে৷ জিপিএইচ ইস্পাত অত্যাধুনিক প্ল্যান্ট স্থাপনের জন্য একটি
    বিশাল পরিমাণ বিনিয়োগ করেছে এবং এ ধরনের প্ল্যান্ট বিশ্বে দ্বিতীয়। চিকিৎসা সেবায় পার্কভিউ
    হাসপাতাল বেশ সুনাম অর্জন করেছে। এ চুক্তির মাধ্যমে মূলত উভয়ের মধ্যে জয়-জয় সম্পর্কের
    সূচনা হলো । আশা করি পার্কভিউ হাসপাতাল আমাদের সমস্ত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের
    পরিবারকে মানসম্পন্ন সেবা প্রদান করবে।

    পার্কভিউ হসপিটাল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডা: এ.টি.এম. রেজাউল করিম।

    তিনি বলেন, চট্টগ্রামের রোগীদের উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের জন্য পার্কভিউ হাসপাতাল
    বিশ্বের উন্নত দেশের ন্যায় আধুনিক যন্ত্রপাতি সংযোজন করেছে। গুণগত চিকিৎসা সেবা প্রদানের
    জন্য দক্ষ জনবল নিয়োগ দেয়া হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয়ের মধ্যে নতুন সম্পর্কের দ্বার
    উন্মোচিত হলো।

    অনুষ্ঠানে পার্কভিউ হসপিটাল এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ,স্পাইন সার্জন ডা: মো: আব্দুল আউয়াল,
    জি, এম তালুকদার জিয়াউর রহমান শরীফ, মার্কেটিং ম্যানেজার মোঃ জাহেদুল ইসলাম,সিনিয়র মার্কেটিং অফিসার, মোঃ নিজাম উদ্দিন, এক্সিকিউটিভ-এডমিন সরফুদ্দিন আহমেদ, মার্কেটিং অফিসার মোঃ আব্দুস সোবহান, অফিসার- বিজনেস ডেভেলপমেন্ট, মোঃ দিদারুল
    ইসলাম অনিক , মার্কেটিং অফিসার মোঃ মশিউর রহমান, মার্কেটিং অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মার্কেটিং অফিসার মোঃ জহিরুল ইসলাম
    মার্কেটিং অফিসার মোঃ সালমান বিন ফারুক প্রমূখ।
    প্রকাশিত মঙ্গলবার ০৮ (আগস্ট) ২০২৩