• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ৫ শতাধিক হজযাত্রীর টাকা নিয়ে উধাও এজেন্সি

     

    রাজধানীর শ্যামপুর এলাকায় একটি এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামপুরের জুরাইন এলাকায় এজেন্সির সামনে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা। 


    বুধবার (১৪ জুন) দুপুরে এই রিপোর্ট লেখার সময় শ্যামপুর থানা এলাকার জুরাইনে ওই এজেন্সির সামনে বিক্ষোভ করছেন ভুক্তভোগী হজযাত্রীরা। 


    বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, ‘জুরাইন মাজারের পাশের একটি হজ এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীদের টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগে থানা-পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।’ 

    মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসি বলেন, ‘পাঁচ শতাধিক হজযাত্রীর কাছ থেকে টাকা নিলেও মাত্র কয়েকজনের ভিসা লাগিয়েছে এজেন্সিটি। সাধারণ হজযাত্রীরা অনেক আশা নিয়ে এই প্রতিষ্ঠানের কাছে টাকা দেন। তাঁরা যদি প্রতারিত হন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’ 

    সর্বশেষ তথ্য সম্পর্কে শ্যামপুর থানার ওসি বলেন, ‘এজেন্সির মূল মালিক পলাতক রয়েছেন। শুধু প্রতিষ্ঠানের কয়েকজনকে পাওয়া গেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’
    প্রকাশিত বুধবার ১৪ জুন ২০২৩