পাথরঘাটায় গাজা সহ যুবক যুবতী আটক
জেলা প্রতিনিধি, বরগুনাঃ বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই জন আটক ।সোমবার সকাল ১০ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর তালতলা এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আল আমিন (৩৪) এবং মোসা. সনিয়া (২২)।
আল আমিন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. খলিল খাঁনের ছেলে এবং অপর মাদক ব্যবসায়ী মোসা. সনিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার বাসিন্দা মৃত মাসুম মিয়ার মেয়ে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে. এম. শাফিউল কিঞ্জল গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারেন পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ওৎ পেতে থাকে কোস্টগার্ড সদস্য। এসময় ওই এলাকার থেকে মাদক বহনকারী দুজনকে সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।