নিখোঁজ হওয়ার ০৯ নয় ঘন্টা পর কিশোরের মরা দেহ উদ্ধার
জেলা প্রতিনিধি,বরগুনা: বরগুনা আমতলী উপজেলার সবুজবাগ লঞ্চ ঘাট এলাকায় পায়রা (বুড়িশ্বর) নদীতে গোসলে গিয়ে নিখোঁজের ৯ ঘন্টা পড়ে জাহিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। সে প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩১ মার্চ) পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা টমটম চালক মোঃ জুয়েল হাওলাদারের ছেলে জাহিদ পরিবারের অজান্তেই পায়রা (বুড়িশ্বর) নদীতে গোসল করতে যায়। জাহিদ বাড়িতে ফিরে না আশায় দেড়টার দিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে নদীর ঘাটে জুতা ও শার্ট দেখে পরিবারের লোকজন নিশ্চিত হয় যে জাহিদ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের একটি টিম। আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ এর নেতৃত্বে সন্ধ্যায় পটুয়াখালী স্টেশনের ডুবুরি দলকে নিয়ে অভিযান শুরু করেন। রাত নয়টার দিকে ঘাটের পাশে পানির নিচ থেকে জাহিদের মরদেহ উদ্ধার করেন তারা।