• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পার্কভিউ হসপিটালের সহযোগিতায় দোহাজারী হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত।

      

    এম এ মেহেদীঃ  নগরীর  পার্কভিউ হসপিটালের নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চট্টগ্রামের  দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিচালিত হয়েছে।  আজ  (২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার) সকাল ৯ ঘটিকা থেকে শুরু করে সারাদিন ব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়। 
     



    পরিচ্ছন্নতা কার্যক্রমে ছিলেন পার্কভিউ হসপিটালের মার্কেটিং এন্ড ব্র্যান্ড ম্যানেজার  জাহেদুল ইসলাম ও  সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নিজাম উদ্দিন,  ব্রান্ডিং অফিসার মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, হাউসকিপিং অফিসার  আরিফুল ইসলাম,  সাইফুদ্দীন  এবং হাউসকিপিং টিম।

     পার্কভিউ হসপিটালের মার্কেটিং ও  হাউসকিপিং ডিপার্টমেন্টের ২৩ সদস্য বিশিষ্ট এ টিম সারাদিন পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজেদের নিয়োজিত রাখেন।

     এ কার্যক্রমে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের পক্ষ থেকে ছিলেন ডাঃ আহমেদ তানজিমুল ইসলাম (আরএমও), ডাঃ এপিএম আব্দুল খালেক(এম ও) , ডাঃ শাইরা ফাইরজু জেবা (এম ও), ডাঃউর্মি চক্রবর্তী (এম ও), ডাঃ আলোদীপা মজুমদার (এম ও) ডাঃ নাফিসা নুর চৌধুরী (এম ও), ডাঃ আরমান আলী (এম ও), ডাঃ আব্দুল্লাহ শাহরিয়ার (শিশু) ডাঃ টিপু মজুমদার (এম ও) ও অন্যান্য ডাক্তার বৃন্দ।পরিছন্নতা কার্যক্রম শেষে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে শুভেচ্ছা স্বরুপ পার্কভিউ হসপিটালের সৌজন্যে ২০টি ক্লিন বাস্কেট প্রদান করা হয়।পার্কভিউ হসপিটালের এ সামাজিক কার্যক্রম চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও পরিচালিত হবে।

    প্রকাশিত বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৩