• সর্বশেষ আপডেট

    বিস্ফোরক দ্রব্য মামলায় সাতক্ষীরা পৌর মেয়র চিশতী কারাগারে

     

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি: নাশকতা চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় সাতক্ষীরার পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

    মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হুমায়ুন কবির তার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলা সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরা শহরে বিক্ষোভ করে জামায়াত। সে সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় সদর থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে তাজকিন আহমেদ চিশতী ও জেলা বিএনপির আহবায়ক আব্দুর রউফসহ অজ্ঞাত ২ শতাধিক ব্যক্তিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং জি আর ৯৬২/২২।
    সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ বলেন, বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)/২৫-ডি এর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৪/৬ ধারার মামলায় চিশতীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

    তাজকিন আহমেদ চিশতী এর পক্ষের আইনজীবী ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী জানান, ঘটনার দিন জামায়াতের মিছিল হয়েছিলো। ২৪ ডিসেম্বরের ঘটনায় তাকে আসামী করা হয়েছে। অথচ তাজকিন আহমেদ চিশতী তার মায়ের অসুস্থ্যতা জনিত কারনে গত ২২ ডিসেম্বর ভারতে গমন করেন এবং ফিরে আসেন ২৬ ডিসেম্বর। তারপরও তাকে ওই মামলায় আসামী করা হয়েছে। পাসপোর্টের ফটোকপিসহ ভারতে যাওয়ার এবং অবস্থানের সকল প্রমান আদালতে উপস্থাপন করা হলেও তার জামিন নামঞ্জুর করেন আদালত। 

    প্রকাশিত সোমবার ২৪ জানুয়ারি ২০২৩