• সর্বশেষ আপডেট

    বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে: ওবায়দুল কাদের

     

    বিএনপির আন্দোলনে অর্ধেক পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

    বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘বিএনপি আজ বলে, সরকার নাকি ভয় পেয়েছে৷ সরকার ভয় পেয়েছে? এখানে নাট্যমঞ্চ প্রাঙ্গণে সভা। আমরা পরাজিত হয়েছি? পল্টন ময়দানে, সমাবেশ আমরা করবই। এ কথা যারা বলেছিল, তারা এখন কোথায়? তাদের পরাজয় হয়েছে, অর্ধেক পরাজয় হয়ে গেছে। পল্টনে সমাবেশ করতে পারেনি। আন্দোলন কর্মসূচির পরাজয় এখানেই।’

    ঢাকায় বিএনপি তাদের সমাবেশে লাঠি বা আগুন নিয়ে আসলে ‘খেলা হবে’ বলে সতর্ক করেন ওবায়দুল কাদের।

    তিনি বলেন, ‘শেখ হাসিনার কর্মীরা আজ প্রস্তুত। রাতে খেলা হবে ব্রাজিলের সাথে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড। বাংলাদেশেও খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আগুন নিয়ে এলে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি আর না।’

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আন্দোলনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। বিজয়ের মাসে খেলা হবে। আগামী বছর, নির্বাচনে খেলা হবে। আপনারা প্রস্তুত আছেন?’

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা এদেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, গণতন্ত্র গিলে খেয়েছে, যদি বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়া হয়, গোটা বাংলাদেশ তারা গিলে খাবে।’

    কোনো কোনো মিডিয়া বিএনপিকে ক্ষমতায় আনতে চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন। বিএনপি দুঃস্বপ্ন দেখছে৷ তাদের এই রঙিন খোয়াব অচিরেই কর্পুরের মত উড়ে যাবে।’

    নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘আগামীকাল ১০ তারিখ সতর্ক পাহারা।’
    প্রকাশিত শুক্রবার ০৯ ডিসেম্বর ২০২২