• সর্বশেষ আপডেট

    চট্টগ্রামে ২৪ ঘন্টাই ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

     


    চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। নগরীর পৃথক তিনটি হাসপাতালে তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১০ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ চব্বিশ ঘণ্টার হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আয়েশা সেলিম (৪৫) নামে একজন চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার বাসিন্দা। তিনি চিকিৎসাধীন অবস্থায় পার্কভিউ হাসপাতালে মারা যান। নগরীর ইপিজেড এলাকার বাসিন্দা জ্ঞানেন্দ্রনাথ মিত্র (৮৫) বুধবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মারা যান। অপরজন ছয় বছর বয়সী আবিদ। সে নগরীর আকবরশাহ থানার বাসিন্দা। বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবিদ।

    সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেসরকারি হাসপাতালে ২৯ এবং সরকারি হাসপাতালে ৭৭ জন চিকিৎসা নিচ্ছেন।

    চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর মোট তিন হাজার ৩৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বর মাসের ৯ দিনে ৭০১ জন আক্রান্ত হয়েছেন।

    প্রকাশিত বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২