• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সমাবেশের মিছিল থেকে হামলা কাতরাছে ৭০ উদ্ধ বৃদ্ধা

     

    চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যাওয়ার মিছিল থেকে নগরীর রেলওয়ে ওয়ার্কশপ গেইটে নিজ সন্তানের দোকানে বুধবার (১২ অক্টোবর) দুপুরে হামলার শিকার হন সত্ত্বর বছরের বৃদ্ধ আবদুল হক। এতে মাথায় ও কানে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় একটি ফার্মেসি থেকে ব্যান্ডেজ নিয়ে প্রাথমিক চিকিৎসা করলেও অর্থাভাবে তিনি ভর্তি হতে পারেননি কোন হাসপাতালে। ফলে নিজের ভাড়া বাসায় শয্যাশায়ী হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আবদুল হক। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দুঃখ ভারাক্রান্ত মনে এসব তথ্য জানান আবদুল হকের ছেলে রেজাউল করিম সুমন (৩০)। সুমন বলেন, রেলওয়ের ওয়ার্কশপ গেইটে আমি ছোট্ট একটি দোকানে ব্যবসা করি। প্রতিদিনের মতো বুধবার দুপুরেও আমার বাবা আবদুল হক দোকানে এসে বসেন। আমি ঘরে ভাত খেতে যাই। কিন্তু দুপুর আড়াইটার দিকে পাহাড়তলী-টাইগারপাসের ওই সড়ক দিয়ে বিশাল একটি মিছিল বিএনপির মহাসমাবেশের দিকে যাই। এ সময় মিছিলে কতিপয় নেতাকর্মী বেপরোয়াভাবে দোকানপাট বন্ধ করতে বলে। কিন্তু আমার বাবা বয়স্ক হওয়ায় দোকান বন্ধ করতে দেরি হয়। এ অপরাধে মিছিল থেকে ২৫-৩০ জন নেতাকর্মী আমার দোকানে হামলা চালায়। তারা এ সময় দোকানের চিপস-বিস্কুট, চকলেট দোকান থেকে নিয়ে বাইরে ছুড়ে মারে। এমনকি আমার বাবাকে পাথর দিয়ে আঘাত করে। এতে আমার বাবার মাথার দু‘পাশে আঘাত লেগে ফেটে যায়। রক্ত বের হয়। কানেও আঘাত লেগে কেটে যায়। এ সময় আমার বাবা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পড়ে আমি এসে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গিয়ে ব্যান্ডেজ লাগালেও চিকিৎসা তেমন করতে পারিনি। কারণ আমার এত অর্থ নাই। ফলে বাবা বাসায় শয্যাশায়ী হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। আর এ ঘটনায় থানায় কোন অভিযোগ বা মামলা করিনি। কারণ যারা হামলা করেছে তাদের কাউকে তেমন চেনেননি আমার বাবা। তবে হামলাকারীরা স্থানীয় বিএনপি নেতা বাইট্টা হেলালের লোকজন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়া এ ঘটনায় অভিযোগ বা মামলা করলে দোকানে বা আমার বসত ঘরে হামলা করার ভয় রয়েছে। তবে ঘটনার খবর পেয়ে খুলশী থানার পুলিশ ঘটনাস্থল ঘুরে গেছেন।  এ বিষয়ে জানতে চাইলে নগরীর খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, এ ধরণের কোনো অভিযোগ আমরা পায়নি। আর ঘটনাটাও আপনার কাছ থেকে শুনলাম। কেউ বলেনি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা বাইট্টা হেলালের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সংযোগ মেলেনি।
    প্রকাশিত শুক্রবার ১৪ অক্টোবর ২০২২