• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সীতাকুণ্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

     

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা উক্ত বর্ণাঢ্য জুলস এর আয়োজন করে।

    বর্ণাঢ্য র‌্যালীটি সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাস থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা গেইটে এসে শেষ হয়। র‌্যালীতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লী অংশ গ্রহণ করে।

    উক্ত জুলুসে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে এবং আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটির আলহাজ্ব মোবারক হোসেন সওদাগর, আলহাজ্ব মোহাম্মদ জামাল পাশা, আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, মোঃ কামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাওলানা মোঃ মজিবুদ্দিন, মাওলানা মোঃ খোরশেদ আলম, আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন, মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মঞ্জুর এলাহী, মোঃ সাখাওয়াত হোসেন, আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন, আলহাজ্ব মাওলানা মোঃ সিরাজউদ্দৌলা, আলহাজ্ব মাওলানা মোঃ আতিকুল্লা, আলহাজ্ব মাওলানা মোঃ নুর আলম, আলহাজ্ব মাওলানা মোঃ নাছিম উদ্দিন, মওলানা মোঃ সাইফুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    র‌্যালী শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল আউয়াল।
    প্রকাশিত শনিবার ০১ অক্টোবর ২০২২