• সর্বশেষ আপডেট

    খেরসনের দিকে আরও অগ্রসর হওয়ার দাবি ইউক্রেনের

     

    রাশিয়ার দখলকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনের দিকে আরও অগ্রসর হওয়ার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

     চলতি মাসের শুরু থেকে পাল্টা আক্রমণে এখন পর্যন্ত ৪০০ বর্গকিলোমিটার এলাকা রুশ দখলমুক্ত করার কথাও জানিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

    এক মিডিয়া ব্রিফিংয়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর নারী মুখপাত্র বলেছেন, আমরা বেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। কিন্তু কোন দিকে এই অগ্রগতি অর্জিত হয়েছে তা বলতে চাই না।

    তিনি আরও বলেছেন, দখলদারদের (রুশ সেনা) কাছ থেকে ভূমি মুক্ত করা হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি।

    ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খেরসন অঞ্চলে তিনটি গ্রাম মুক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব গ্রাম মুক্ত করা হয়।

    বিবিসির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

    সম্প্রতি বিতর্কিত গণভোটের পর ইউক্রেনের যে চারটি ভূখণ্ড রাশিয়া নিজেদের অন্তর্ভুক্ত করেছে খেরসন সেগুলোর একটি।

    খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার কথা স্বীকার করেছেন অঞ্চলটিতে মস্কো মনোনীত এক কর্মকর্তা। তিনি বলেছেন, ইউক্রেনীয় অগ্রসর হলেও জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
    প্রকাশিত বৃহস্পতিবার ০৬ অক্টোবর ২০২২