লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে আলাউদ্দিন (৪৭) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বশিকপুরের ইউনিয়নের রশিদপুর পোদ্দার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
আলাউদ্দিন ওই এলাকার রশিদপুর গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে। তিনি বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এক সময়ের আলোচিত সন্ত্রাসী বাহিনীর প্রধান আবুল কাশেম জেহাদীর চাচাতো ভাই তিনি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত প্রায় ১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ সময় তাকে মৃত পাওয়া যায়। পথেই তার মৃত্যু হয়েছে। মরদেহের বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে।’
বশিকপুর ইউনিয়নের বাসিন্দা নিশান জানান, আলাউদ্দিন মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে রশিদপুরের পোদ্দার দিঘির পাড়ে পৌঁছলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে পাশের একটি পুকুরের মধ্যে পান। সেখান থেকে উদ্ধার করে তাকে পোদ্দার বাজারের একটি হাসপাতালে নিয়ে যান তারা। পরে অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘আলাউদ্দিনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসেছি। আমি ঘটনাস্থলে যাবো। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।’
আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশসহ দলীয় নেতাকর্মীরা।
নুর উদ্দিন চৌধুরী নয়ন এ ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন।
প্রকাশিত মঙ্গলবার ০৪ অক্টোবর ২০২২