• সর্বশেষ আপডেট

    চন্দনাইশে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আনারস মার্কার সমর্থনে মতবিনিময় সভা সম্পন্ন।

     

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত  চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের আনারস মার্কার সমর্থনে  চন্দনাইশ  উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে  মতবিনিময় সভা ৬অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায়  স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী( জুনু) সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মফিজুর রহমান।প্রধান বক্তা  ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি হাবিবুর রহমান , বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ আবদুল জব্বার চৌধুরী, ,ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরী, আনোয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, জেলা আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী, বেদারুল ইসলাম বেদার,  চন্দনাইশ পৌরসভার মেয়র  মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা,  চেয়ারম্যান আহমেদুর রহমান, হাজি মোঃ সেলিম, চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, চেয়ারম্যান আবদুর রহিম, চেয়ারম্যান আবদুর শুক্কর, চেয়ারম্যান এস এম সায়েম, চেয়ারম্যান আমিন আহাম্মদ চৌং, আবদুল্লা আল নোমান বেগ, শেখ টিপু চৌধুরী, হাসান সরোয়ার আজম,  তছলিম বিন জহুর,সাদাত আনোয়ার সাদী,বোরহান আহমেদ,   একেএম আজগর আলী, মাসুদ পারভেজ, হাবিব সাজ্জাদ,আফাজ উদ্দিন,  জসিম উদ্দিন  মূহুরী,ইকবাল চৌধুরী, জাবেদ জাহাঙ্গীর টুটুল,   ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, প্রমূখ।
    মতবিনিময় সভায় ভোটাররা চন্দনাইশ উপজেলার  দেশরত্ন শেখ হাসিনার প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামকে  শতভাগ ভোট দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
    সভায়  এটিএম পেয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন করতে হলে গ্রাম পর্যায়ে উন্নয়নের বিকল্প নেই, গ্রামকে শহরে উন্নত করার প্রত্যয়ে প্রাচীণতম প্রতিষ্টান জেলা পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিশন উন্নয়নের ধারা আরো বেগবান করতে আমার সকল মেধা শ্রম ও আন্তরিকতা দিয়ে জেলা পরিষদকে একটি আধুনিক প্রতিষ্টান গড়ার কাজে আত্ননিয়োগ  করবো।
    প্রকাশিত বৃহস্পতিবার ০৬ অক্টোবর ২০২২