• সর্বশেষ আপডেট

    রাঙ্গুনিয়ায় খামারে আগুন, পুড়ে মারা গেল ১৮ গরু

      

    নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি খামারে আগুন লেগে ১৮টি গবাদিপশু পুড়ে মারা গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
     

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ৭টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে খামারে থাকা ১৯টি গরুর মধ্যে ১৮ গাভী পুড়ে মারা গেছে। একটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘরের মূল্যবান মালপত্রও পুড়ে গেছে। খবর পেয়ে রাঙ্গুনিয়া সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

    সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাইমন রউফ বলেন, সন্ধ্যায় আগুন লেগে পুরো খামার পুড়ে গেছে। একটিমাত্র গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সব গরু আগুনে পুড়ে মারা গেছে।

    রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খামারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ১৮টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।

    প্রকাশিত শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২