• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পাথরঘাটায় পানিতে ডুবে ১৯ মাসের শিশুর মৃত্যু।

     


    মো.শাকিল আহমেদঃ বরগুনার পাথরঘাটায় ডোবায় পড়ে সুমাইয়া নামে ১৯ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

    বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে  এ ঘটনা ঘটে।

    সুমাইয়া একই এলাকার মজিবুর রহমানের মেয়ে।

    পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে খেলার এক পর্যায়ে সবার অজান্তে পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়  সুমাইয়া।

    পরে বাড়ির লোকজন শিশুটিকে উঠানে না দেখে খোঁজ শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবা থেকে ভাসমান নিথর অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে বাড়ির লোকজন। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

    প্রকাশিত বৃহস্পতিবার ০৮ সেপ্টেম্বর ২০২২