• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ১৪০০ পিচ ইয়াবাসহ পটিয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

      

    দিগন্ত নিউজ ডেস্কঃ পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান প্রকাশ গাজী আলভী ও তার সহযোগী আশরাফুল ইসলাম শাওনকে  ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

    এর মধ্যে পটিয়া পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকার গাজীর বাড়ির গাজী মফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান প্রকাশ গাজী আলভী (২৩) ও খুলনা জেলার রুপসা থানা এলাকার আবু হানিফের ছেলে আশরাফুল ইসলাম প্রকাশ শাওন ।


    বর্তমানে পটিয়া পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে একটি আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন।
    মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উজিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  
     

    বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিকুর রহমান প্রকাশ গাজী আলভী ও আশরাফুল ইসলাম প্রকাশ শাওনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে।  

    চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দীন  বলেন,  মাদকের বিরুদ্ধে ছাত্রলীগের জিরো টলারেন্স। ইয়াবাসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা আতিকুর রহমান প্রকাশ গাজী আলভীকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। 
    প্রকাশিত বুধবার ০৭ সেপ্টেম্বর ২০২২