• সদ্যপ্রাপ্ত সংবাদ

    মানবন্ধনের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে ছিন্নমূলের ৬৩ বাসিন্দা আটক!

      

    চট্টগ্রাম থেকে মানববন্ধনের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে আলোচিত ছিন্নমূল  জঙ্গল সলিমপুরের ৬৩ জন বাসিন্দাকে আটক করেছে সীতাকুণ্ড   থানা পুলিশ। 

    শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

     সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে, দিগন্ত নিউজকে বলেন, শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে জঙ্গল সলিমপুরের ৬৩ জনকে আটক করা হয়। 

    আটককৃতদের সীতাকুণ্ড থানায় রাখা হয়েছে।যাচাই-বাছাই শেষে অপরাধীদের আদালতে প্রেরণ করা হবে। নিরপরাধ কেউ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে।

    প্রকাশিত রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২