• সর্বশেষ আপডেট

    চা-শ্রমিকেরা স্বর্ণের চুড়ি দিয়েছেন, এত বড় সম্মান আমি আর পাইনি: প্রধানমন্ত্রী

     

    চা-শ্রমিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণের চুড়ি উপহার দিয়েছেন। এ নিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এত বড় সম্মান, এত বড় উপহার আমি আর কখনো পাইনি।’ 

    টানা আন্দোলনের মুখে দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণের পর আজ শনিবার চা-শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে চা-শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন। 

    চা-বাগানে অনেকবার গিয়েছেন উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীমঙ্গলে আমি থেকেছি। চা-শ্রমিকদের অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। আপনারা গণভবনেও এসেছিলেন। আমার জন্য উপহারও নিয়ে এসেছিলেন।’ 

    চা-শ্রমিকদের জাতির পিতা দিয়েছেন নাগরিকত্ব, আমি দেব ঘর। চা-শ্রমিকদের কাছ থেকে স্বর্ণের চুড়ি উপহার পাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা গণভবনে আমার সঙ্গে সাক্ষাতের সময় উপহার নিয়ে এসেছিলেন। সেই উপহার এখনো আমি হাতে পরে বসে আছি। আমি কিন্তু ভুলিনি। আমার কাছে এটা হচ্ছে সব থেকে অমূল্য সম্পদ। চা-শ্রমিক ভাইয়েরা চার আনা আট আনা করে জমিয়ে আমাকে এই উপহার দিয়েছেন। এত বড় সম্মান, এত বড় উপহার আমি আর কখনো পাইনি।

    প্রকাশিত শনিবার ০৩ সেপ্টেম্বর ২০২২