রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি: শতাধিক কর্মী সাধারণের উপস্থিতিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পোমরা শান্তিরহাট বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আ.লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী। উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম।
পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আ.লীগের সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, ওসমান গনী চৌধুরী, জাহেদুল ইসলাম, সৈয়দুল আলম তালুকদার, মোসলেম উদ্দিন মাস্টার, মহিন উদ্দিন, মো. আলমগীর হোসেন, মফিজুর রহমান খান, বাবলা তালুকদার প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন অতিথিরা।