আইবিএফবি’র পরিচালক হলেন রাইসুল উদ্দিন সৈকত
ইন্টারন্যাশানাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ’র (আইবিএফবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত।
ঢাকার সোনারগাঁও প্যান ফ্যাসিফিক হোটেলে ইন্ট্যারনাশান্যাল বিজনেস ফোরামের বার্ষিক সাধারণ সভায় তিনি সংগঠনটির নয়া পরিচালক হিসেবে নির্বাচিত হন। এছাড়া বার্ষিক সাধারণ সভায় দ্বিতীয় মেয়াদে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হন হুমায়ুন রশিদ।
আইবিএফবি’র উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ ই পিটার হ্যাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান এইচ ই চার্লেস হোয়াইটলে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিসি রিচার্স ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার।
এতে আরও উপস্থিত ছিলেন আইবিএফবির সাবেক সভাপতি মাহমুদুর ইসলাম চৌধুরী, হাফিজুর রহমান খান, সহ-সভাপতি এম এস সিদ্দকী, আইবিএফবি চট্টগ্রামের সভাপতি এস এম আর তৈয়বসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি হুমায়ুন রশিদ।
প্রসঙ্গত, রাইসুল উদ্দিন সৈকত চট্টগ্রাম ভিত্তিক শিল্পগ্রুপ এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান ছাড়াও বেসরকারি হাসপাতাল ডেলটা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেডের পরিচালনা সদস্য। তিনি দি চিটাগাং কো অপরারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।
উল্লেখ্য, ১৯৯১ সালে নিজের স্বপ্নের তাড়নায় ১০০ জন কর্মী ও ৩০ জন শ্রমিক দিয়েই যাত্রা শুরু করেছিলো এলবিয়ন গ্রুপ। যেটি আজ সারাদেশে ব্যাপক ভাবে পরিচিত লাভ করেছে। এলবিয়ন ল্যাবরেটরিজের উৎপাদিত ওষুধ দেশের চাহিদা সম্পন্ন করে বিদেশেও রপ্তানি হচ্ছে।
প্রকাশিত বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২