Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  আমার গ্রামে কোরবানির মাংস নেওয়ার লোক পাইনি: তথ্যমন্ত্রী

   

  ঢাকা: নিজের গ্রামে কোরবানির মাংস নেওয়ার মতো কোনো লোক পাননি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

  তিনি বলেছেন, আমার গ্রামের বাড়িতে এবছর বেশি গরু কোরবানি হয়েছে।


  ফলে মাংস নেওয়ার মতো লোক ছিলো না। অন্যত্র গিয়ে মাংস বিতরণ করতে হয়েছে।
  বুধাবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালের সম্মেলন কক্ষে ‘এক নজরে বদ্বীপ পরিকল্পনা ২১০০’- এর মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

  তিনি বলেন, এবার দেশে ৮ লাখ বেশি কোরবানি হয়েছে। এর মানে মানুষের সামর্থ্য বেড়েছে।  

  তবে পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলেছেন, এবছর ৩০ শতাংশ কোরবানি কম হয়েছে। এ প্রসঙ্গে তোলা প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে দেশের প্রথম সারির কয়েকটি পত্রিকায় নিউজ হয়েছে, গতবছরের চেয়ে ৮ লাখ পশু বেশি কোরবানি হয়েছে। তবে কোরবানির পশুর চামড়ার দাম কম হওয়ার কারণে অনেকেই চামড়া পুঁতে ফেলেছে।  

  তিনি বলেন, দাম কম হওয়ায় অনেক মৌসুমী ব্যবসায়ী চামড়া কিনতে যায়নি। চামড়া যারা সংগ্রহ করেছে তাদের কাছে পরিসংখ্যান ভুল হতে পারে। হতে পারে চামড়া সংগ্রহ কম হয়েছে। চামড়ার পরিসংখ্যান দিয়ে কোরবানির পরিসংখ্যান করা যাবে না।
  প্রকাশিত: বুধবার ১২ জুলাই ২০২২

  Post Top Ad

  Post Bottom Ad