• সর্বশেষ আপডেট

    উড়াল দেওয়ার আগে আশা দেখিয়ে গেলেন মিরাজ



    চার ভাগে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ইতিমধ্যে দুই ভাগে ক্যারিবিয়ান অঞ্চলের উদ্দেশে উড়াল দিয়েছে। আজ (সোমবার) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাংলাদেশ দলের তৃতীয় ভাগের দলটি দেশ ছেড়েছে। এই বহরে আছেন বেশ কয়েকজন ক্রিকেটারসহ কোচিং স্টাফের চারজন। মেহেদী হাসান মিরাজও যাচ্ছেন আজকের ফ্লাইটে। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এই অলরাউন্ডার তিন ফরম্যাটেই জয়ের আশা দেখিয়ে গেছেন ক্রিকেটপ্রেমীদের।

    আজ বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদম্যাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেছেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট- তিনটিতেই আশা করি আমরা ভালো ক্রিকেট খেলবো। টেস্টে হয়তো সম্প্রতি আমরা ভালো করছি না। কিন্তু আমরা কামব্যাক করতে পারবো। এটা আমাদের বিশ্বাস আছে।’

    সীমিত ওভারের দুই ফরম্যাটের তুলনায় টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স প্রত্যাশিত নয়। বিশেষ করে ক্যারিবিয়ান কন্ডিশনে তো নয়ই। নিউজিল্যান্ডে কঠিন কন্ডিশনে ভালো খেলার উদহারণ টেনে মিরাজ বলেছেন, ‘দেখেন আমরা নিউজিল্যান্ডে ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়ে। কিন্তু আমরা তো এরকম না যে আমরা পারি না। হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, ক্রিকেটাররা কামব্যাক করার চেষ্টা করছে।’


    ক্যারিবীয়দের বিপক্ষে তাদের মাটিতে ৮ টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে পাঁচ হারের বিপরীতে ২টিতে জয় পেয়েছে, অন্যটি ড্র হয়েছে। ২০০৯ সালে প্রথমবারের মতো ২-০ ব্যবধানে সিরিজ জেতে সফরকারী বাংলাদেশ। ১৩ ওয়ানডে খেলে জয় ৮টিতে এবং ৭ টি-টোয়েন্টি খেলে জয় ৩টি।  বাংলাদেশ সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে ২০১৮ সালে। ওইবার টেস্টে হোয়াইটওয়াশড হলেও বাকি দুই ফরম্যাটে বাংলাদেশ সিরিজ জেতে।

    পুরনো পরিসংখ্যান মনে করিয়ে দিলেন এই অলরাউন্ডার, ‘আমরা যখন সবশেষ ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলাম, আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলাম। ওই অভিজ্ঞতা মজার ছিল। যেহেতু চার বছর পর যাচ্ছি, অবশ্যই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো সবাই।’

    ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সবশেষ সিরিজে দুই অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ খেলছিল। টেস্ট ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান এবং ওয়ানডেতে ছিলেন মাশরাফি মুর্তজা। এবার বাংলাদেশ খেলবে তিন অধিনায়কের নেতৃত্বে। টেস্টে অধিনায়ক সাকিবের তৃতীয় অধ্যায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজে। যদিও সবার শেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন নতুন এই অধিনায়ক। একদিন আগে সবার অগোচরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। সেখানে পরিবারের সঙ্গে কয়েকদিন সময় কাটিয়ে ১২ জুন দলের সঙ্গে যোগ দেবেন। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন।

    সাকিবের অধিনায়ক হয়ে ফেরা প্রসঙ্গে মিরাজ বলেছেন, ‘এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেছি, তখন সাকিব ভাই ক্যাপ্টেন ছিলেন। এবারও তিনি ক্যাপ্টেন। অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবো। যে ক্রিকেটাররা আছে, তারা যেন ইনজুরিমুক্ত থেকে ভালো ক্রিকেট খেলতে পারে।’

    স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সবশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। এবার তৃতীয় টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডে ম্যাচ গায়ানাতে। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এবং ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

    প্রকাশিত: সোমবার ০৬ জুন ২০২২