• সর্বশেষ আপডেট

    পার্কভিউ হসপিটাল কর্তৃক তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কার্যালয়ে "ফ্রি মেডিকেল ক্যাম্প" চিকিৎসা সেবা প্রদান

     

    সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহজ ও সুলভ মূল্যে গুণগত মানের চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিতকল্পে পার্কভিউ হসপিটাল লিমিটেড তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির মিলনায়তনে আয়োজন করে এক বর্ণাঢ্য ফ্রি মেডিকেল ক্যাম্প প্রোগ্রাম। এ প্রোগ্রাম এর সার্বিক সহযোগিতায় ছিলেন তামাকুমুন্ডি লেইন বণিক সমিতি কর্তৃপক্ষ।

     অদ্য মঙ্গলবার ,২১ জুন, সকাল ১০ ঘটিকায় শুরু হওয়া দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও  অর্থোপেডিক সার্জন ডাক্তার এ টি এম রেজাউল করিম। এ প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নং আলকরণ ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সালাম মাসুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুল মোতালেব চৌধুরী (উপদেষ্টা-তামাকুমন্ডি লেইন বণিক সমিতি), সভাপতি হিসেবে ছিলেন জনাব মোঃ আবু তালেব (সভাপতি- তামাকুমুন্ডি লেইন বণিক সমিতি), সঞ্চালক হিসেবে ছিলেন জনাব আহমদ কবির দুলাল( সাধারণ সম্পাদক- তামাকুমুন্ডি লেইন বণিক সমিতি) এ বর্ণাঢ্য স্বাস্থ্য সেবা কার্যক্রমের পূর্ব  প্রস্তুতি হিসেবে ১১০ টি মার্কেটে প্রায় ৫০০০ লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ লেনে ব্যানার স্থাপন করা হয়।

    এ ব্যাপক মার্কেটিং কার্যক্রমের ফলস্বরূপ প্রায় পাঁচ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন  পার্কভিউ হসপিটালের বিভিন্ন বিভাগের সম্মানিত কনসালটেন্টবৃন্দ। অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ছিলেন ডাক্তার এ টি এম রেজাউল করিম এবং ডাক্তার আহামদ রহিম‌। মেডিসিন বিভাগের কনসালটেন্ট ছিলেন ডাক্তার মোঃ রেজাউল করিম , ডাক্তার মইন উদ্দিন চৌধুরী এবং ডাক্তার মোঃ ফরহাদ। নিউরো মেডিসিন বিভাগের কনসালটেন্ট ছিলেন ডাক্তার মোঃ শওকত এমরান। ফিজিক্যাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট ছিলেন ডাক্তার মোঃ মাহফুজুর রহমান। হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ছিলেন ডাক্তার ইকবাল মাহমুদ। ডায়াবেটিকস বিভাগের  ছিলেন ডাক্তার সালাহউদ্দিন এম এ এইচ চৌধুরী।এ ফ্রি মেডিকেল ক্যাম্প প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পার্কভিউ হসপিটালের হেড অফ মার্কেটিং জনাব জাহেদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
    প্রকাশিত: মঙ্গলবার ২১ জুন ২০২২