• সর্বশেষ আপডেট

    মজুতদারিকে ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।"- সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

     

    বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)' এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, ইসলাম মানবতা ও সাম্যের ধর্ম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে পথে মানবজাতির ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত। ব্যবসা-বাণিজ্য আমাদের প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)  এর পবিত্র সুন্নত। সৎ ব্যবসায়ীরা হাশরের দিন উচ্চ মর্যাদা লাভ করবেন। অপরদিকে যারা ব্যবসার নামে মানুষের সাথে প্রতারণা করছে, তারা জুলুম করছে। জুলুমকারীরা কঠোর শাস্তির মুখোমুখি হবে। সম্প্রতি মজুতদারির কারণে বাংলাদেশে ভোজ্য তেলের সরবরাহ কমে গেছে এবং দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। মজুতদারিকে ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আমাদের প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,‘যে খাদ্যশস্য গুদামজাত করে সে অভিশপ্ত।' অধিক মুনাফার আশায় মজুতদারি করে, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করছে এক শ্রেণীর অসাধু চক্র। সরকারকে অবশ্যই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ও মনিটরিং জোড়দার করতে হবে দুর্ণীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ ও দেশ গঠনে ওলামা মাশায়েকগণকে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে। 
    ১৮ই মে, ২০২২  কালিগঞ্জ উপজেলার বক্তারপুরে মরহুম খলিফা ওবায়দুল আকবর এর ফাতেহা উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোজাহানের বাদশাহ্, হুযুরপুর নূর আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ ও সালাম পেশ শেষে বিশ্বমানবতার কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশের সমৃদ্ধি কামনায় মুনাজাত করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী।মরহুমের সন্তান আমেরিকা প্রবাসী আশিকুল ইসলাম সহযোগিতায় স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দসহ শত শত মানুষ মুনাজাতে অংশগ্রহণ করেন।
    প্রকাশিত: বৃহস্পতিবার ১৯ মে ২০২২