• সর্বশেষ আপডেট

    বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিশ্বকাপ তারকা আসছেন বাংলাদেশে


    ২০১৩ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে। আগামী ৮ জুন ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আসবে ২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি। ট্রফির সঙ্গে এবার ঢাকায় আসছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বু।

    ৫১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলা ছেড়েছেন অনেক আগে। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে তিনি জিতেছিলেন বিশ্বকাপ। ১৯৯২ থেকে ওই বিশ্বকাপের বছরেই শেষবার ফ্রান্সের জার্সিতে নামা কারেম্বুর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নীল জার্সিতে ৫৩ ম্যাচে করেছেন ১ গোল। বিশ্বকাপ জয়ী এই তারকা ট্রফি সঙ্গে আসছেন বাংলাদেশে।

    ট্রফির বাংলাদেশ ভ্রমণ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘৮ জুন সকালে ট্রফি ঢাকায় আসবে। সেদিনই বঙ্গভবনে রাষ্ট্রপতির বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর নেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। পরের দিন আর্মি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে সীমিত সংখ্যক ক্রীড়ামোদীর জন্য। সেদিন হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।’

    প্রকাশিত: সোমবার ৩০ মে ২০২২