• সর্বশেষ আপডেট

    আসামির কোপে কব্জি হারানো পুলিশকে নেওয়া হলো ঢাকায়

     

    চট্টগ্রাম: লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে আসামি ধরতে গিয়ে মো. জনি নামে এক পুলিশ সদস্যের বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে আসামিরা। রোববার (১৫ মে) সকালে ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল এলাকায় এ ঘটনা ঘটে।
    এ ঘটনায় শাহাদাত হোসেন নামে আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে জনিকে ঢাকায় পাঠানো হয়েছে।
    এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।  
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম রোববার সকালে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি কবির আহমদকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন।
    এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদের বাহিনী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে ধারালো দায়ের কোপে কনস্টেবল মো. জনির বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
    সেখান থেকে জনিকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
    পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, লোহাগাড়া থানার পুলিশ আসামি গ্রেফতার করতে গেলে জনি নামে এক পুলিশ সদস্যের হাতে ধারালো দায়ের কোপ লাগে। এতে হাতের কব্জি আলাদা হয়ে যায়। দুপুরে দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
    সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, আসামি গ্রেফতার করতে গিয়ে আমাদের এক পুলিশ সদস্যের হাতের কব্জি আলাদা হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
    প্রকাশিত: রবিবার ১৫ মে ২০২২