• সর্বশেষ আপডেট

    জোটের অনশনে এসে যুবদলের হাতে মার খেলো জামায়াত কর্মীরা!



    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতীকী এ অনশনে সংহতি জানাতে এসে মারধরের শিকার হয়েছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। আহত ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শনিবার (২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, প্রতীকী অনশনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতের নেতাকর্মীরাও সংহতি জানান। এ সময় দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলকে পৌঁছে দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন হন। 
    জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    নাম না প্রকাশের শর্তে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একজন নেতার বরাতে সমকাল ওই প্রতিবেদনে জানান, বিএনপির প্রতীকী অনশনে যোগ দিতে নূরুল ইসলাম বুলবুল ভাইকে বিএনপির শীর্ষ নেতাদের সামনে নিয়ে যাওয়া হচ্ছিল। ওখানে বেশ ভিড় ছিল। তাই ফুটপাতে রাখা চেয়ারে বুলবুল ভাইকে বসার ব্যবস্থার অনুরোধ করে সামনে যেতেই হঠাৎ সেখানে থাকা যুবদলের লোকজন হামলা শুরু করে। এতে আমাদের তিনজন আহত হয়েছেন।

     তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। 
    বিএনপির কর্মসূচিতে গিয়ে জোট প্রধান হামলার শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে প্রেসক্লাবে উপস্থিত হন জামায়াত নেতাকর্মীরা। যুবদলের শীর্ষ কয়েকজন নেতাকে সামনে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

    যদিও এ ঘটনার পরও বিএনপির নেতাদের সঙ্গে বসে অনশনে অংশ নেন এবং সংহতি জানিয়ে বক্তব্যও রাখেন নূরুল ইসলাম বুলবুল।
    প্রকাশিত: শনিবার ০২ এপ্রিল ২০২২