• সর্বশেষ আপডেট

    পুতিনকে ‘অবিলম্বে রক্তপাত থামানোর’ আহ্বান যুক্তরাষ্ট্রের

     


    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে ইউক্রেনে রক্তপাত থামানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইউক্রেনের সীমানা থেকে রুশ সেনা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।

    মার্কিন বিবৃতিতে অভিযোগ তোলা হয় রাশিয়া ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সত্যের ওপর’ পূর্ণ আগ্রাসন শুরু করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়া স্বাধীন সংবাদমাধ্যমগুলোকে আগ্রাসনের তথ্য সম্প্রচার করতে দিচ্ছে না।

    এছাড়াও রাশিয়া টুইটার, ফেসবুক এবং ইন্সটাগ্রামের মতো সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর ‘কণ্ঠরোধ’ করছে বলে অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। এসব প্লাটফর্ম থেকে লাখ লাখ রুশ নাগরিক স্বাধীন তথ্য পাচ্ছে এবং সারা দুনিয়ার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র।


    ইউক্রেনের কয়েকটি শহরে রুশ হামলা জোরালো হওয়ার পর যুক্তরাষ্ট্র ওই বিবৃতি দিয়েছে। এসব হামলায় বহু মানুষ নিহত হওয়ার পাশাপাশি প্রায় দশ লাখ ইউক্রেনীয় শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

    সূত্র: বিবিসি

    প্রকাশিত: বৃহস্পতিবার ০৩ মার্চ ২০২২