• সর্বশেষ আপডেট

    র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা: অন্য দেশের মধ্যস্থতা চায় না বাংলাদেশ

     

    র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তৃতীয় কোনও দেশের মধ্যস্থতা চায় না বাংলাদেশ। সরকার মনে করে বাংলাদেশের সক্ষমতা আছে বিষয়টি সামাল দেওয়ার।
    এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সক্ষমতা আছে এটাকে সামাল দেওয়ার। সেটি আইনানুগ ব্যবস্থাই হোক বা কূটনৈতিক উদ্যোগই হোক। এখানে আমরা তৃতীয় কোনও রাষ্ট্রকে জড়াতে চাই না।
    নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মামলা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, চূড়ান্তভাবে যাবো কিনা সেটি এখন বলবো না। তবে আমরা তিনটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। সেখান থেকে সবচেয়ে ভালো পরামর্শটি নেবো। আমরা এ সপ্তাহে একটি সিদ্ধান্তে আসবো আশা করি।’
    তিনি জানান, সামনের দিনগুলোতে অনেক বৈঠক হবে দুপক্ষের মধ্যে।


    প্রকাশিত: মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি ২০২২