• সর্বশেষ আপডেট

    প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগকর্মী আহত, ক্যাম্পাসে উত্তেজনা

     


    করোনা মহামারিতে বিশ্ববিদ্যালয়ে (চবি) বন্ধ রয়েছে স্ব-শরীরে শ্রেণী কার্যক্রম। তবে থেমে নেই শাখা ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যকার অন্তঃকোন্দল।

    সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের বগি ভিত্তিক দুই পক্ষকে বিবাদে জড়াতে দেখা যায়।

    জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বিজয় গ্রুপের অনুসারী ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান জিকুকে মারধর করেন সিএফসি গ্রুপের অনুসারীরা। দুই পক্ষের অনুসারীদের মধ্যে এ খবরে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এসময় সিএফসি গ্রুপের অনুসারীরা শাহ আমানত ও বিজয় গ্রুপের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নেন।  

    বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলায় একজন আহত হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, আমরা সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেবো। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

    প্রকাশিত: সোমবার ০৭ ফেব্রুয়ারি ২০২২