• সর্বশেষ আপডেট

    ভালোবাসা দিবসে ডাস্টবিনে পাওয়া সেই নবজাতকের বাবা-মা আটক

     

     লালমনিরহাট: গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের সকালে লালমনিরহাটে কালিবাড়ী কেন্দ্রীয় শহিদ মিনারের ডাস্টবিন থেকে জীবিত উদ্ধার হয়েছিলো একটি নবজাতক । ঘটনাটি ব্যপক সমালোচনার জন্ম দিলে রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ।অবশেষে ভালোবাসা দিবসে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকের বাবা-মাকে আটক করেছে পুলিশ।

    এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সকালে লালমনিরহাটে কালিবাড়ী কেন্দ্রীয় শহিদ মিনারের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশের টহল দল। এরপর তাকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়। এরই মধ্যে খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলে শহরে চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ বাবা-মাকে খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে।গত ২৪ ফেব্রুয়ারি সেই নবজাতককে রাজশাহীর শিশু নিবাসে পাঠানো হয়। সেদিন রাতেই শহরের সাহেবপাড়া থেকে নবজাতকের বাবা-মা, নানীসহ তিনজনকে আটক করে সদর থানা পুলিশ।২৫ ফেব্রুয়ারি পুলিশ সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করে।পুলিশের বক্তব্য থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিশুটির পরিচয় পেয়ে অভিযান চালায় তারা। শহরের সাহেবপাড়া এলাকার একটি রেলওয়ে কোয়ার্টার থেকে তিনজনকে আটক করা হয়।

    প্রকাশিত: শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ২০২২