Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  মিলভিক বাংলাদেশ’র সাথে এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি ‍সম্পন্ন

   


  চট্টগ্রামে এক্রিডিটেসন সনদ প্রাপ্ত ডায়াগনস্টিক সেবা দানকারী প্রতিষ্ঠান
  এপিক হেলথ কেয়ারের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে মিলভিক বাংলাদেশ
  লিমিটেড ।

  গতকাল  ২৬ জানুয়ারী, এপিক হেলথ কেয়ারের কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
  এপিক হেলথ কেয়ার এর পক্ষে সিওও ও হেড অব অপারেশন ডাঃ মোঃ এনামুল হক ও মিলভিকের পক্ষে হেড অব
  সার্ভিস অপারেশন, দেবজিত চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন।

  উক্ত অনুষ্ঠানে মিলভিক এর পক্ষে নুরুল মুরসালিন হেড অপ স্ট্রাটেজিক পার্টনারশিপ, মোঃ শাখাওয়াত,
  এসিস্ট্যান্ড ম্যানেজার সেলস ও এপিকের পক্ষে এক্সিকিউটিভ ডাইরেক্টর সেলস এন্ড মার্কেটিং টি.এম.
  হান্নান, বিজনেজ ডেভেলপমেন্ট ডাইরেক্টর, মোঃ জসিম উদ্দিন, কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড
  ম্যানেজামেন্টের, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জহির রায়হান ও সিনিয়র অফিসার, সাইফুল ইসলাম উপস্থিত
  ছিলেন।

  এই চুক্তির ফলে মিলভিক বাংলাদেশ’র সকল সেবাগ্রহীতা, সকল কর্মকর্তা-কর্মচারীগণ ও তাদের
  পরিবারবর্গ এপিক হেলথ কেয়ারের বিশেষ সুবিধা লাভ করবেন।

  প্রকাশিত: বৃহস্পতিবার ২৭ জানুয়ারি ২০২২

  Post Top Ad

  Post Bottom Ad