Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  দেশে করোনা আক্রান্ত এক লাফে হাজার পার।

   


  দ্রুতই প্রতিদিনই দৈনিক করোনার শনাক্ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও সাতজনের।
  বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার দেশে করোনায় ৩ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ৮৯২ জন।

  বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৬২৯ টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ৪৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

  করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে।
  গত ২৪ ঘণ্টায় ১৯৬ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন।


  প্রকাশিত: বৃহস্পতিবার ০৬ জানুয়ারি ২০২২

  Post Top Ad

  Post Bottom Ad