• সর্বশেষ আপডেট

    করোনায় মারা গেলেন ভ্যাকসিন বিরোধী ফরাসি আইনপ্রণেতা

     


    করোনায় মারা গেলেন ভ্যাকসিন বিরোধী হিসেবে পরিচিত ফরাসি আইনপ্রণেতা হোসে এভারার্ড (৭৬)। শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিচার্ড ফেরান্ড তার মৃত্যুর কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, প্রয়াত হোসে এভারার্ডের কট্টর ডানপন্থী দল ভ্যাকসিনের বিষয়ে সন্দিহান। কোভিড পরিস্থিতি মোকাবিলায় সরকারি পদক্ষেপেরও বিরোধিতা করেছিল দলটি।

    হোসে এভারার্ড টিকা নিতে অস্বীকার করেছিলেন কিনা সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় করোনা বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদকারীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

    টুইটারে দেওয়া পোস্টে ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিচার্ড ফেরান্ড প্রয়াত হোসে এভারার্ডের স্ত্রী, সন্তান, স্বজন, সহকর্মী ও সহযোগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    উত্তর ফ্রান্সের পাস-ডি-ক্যালাইস অঞ্চলের প্রতিনিধিত্বকারী হোসে এভারার্ড কট্টর ডানপন্থী ‘ডেবাউট লা ফ্রান্স’ (স্ট্যান্ড আপ, ফ্রান্স) দলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন দলটির তিন জন আইনপ্রণেতার মধ্যে একজন। দলের প্রতিষ্ঠাতা নিকোলাস ডুপন্ট-অ্যাগনান ফ্রান্সের সবচেয়ে টিকাবিরোধী অ্যাক্টিভিস্টদের একজন।


    প্রকাশিত: শনিবার ০৮ জানুয়ারি ২০২২