Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  শামীম ওসমান নৌকার পক্ষে কাজ করছে, কোন দ্বন্দ্ব নেই : আইভী

   

  আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, এছাড়া আর কোনও ধরনের দ্বন্দ্ব নেই। তিনিসহ  তার লোকজন সবাই নৌকার পক্ষেই কাজ করছেন। আর তৃণমূল কর্মীরা সবসময়ই আমার সঙ্গে আছেন।

  বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সিটি কর্পোরেশন ১০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে আইভি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও তার প্রচারণায় অংশগ্রহণ করেন।

  এ সময় মেয়র প্রার্থী আইভি আরো বলেন, আমি সিটি ও জনসাধারণের উন্নয়নের জন্য  রাজনীতি করি। সাধারণ ভোটাররা উন্নয়নের রাজনীতির সঙ্গে আছে। তাই ভোটাররাই আমার পক্ষে ভোট চেয়ে প্রচারণা করছেন আমাকে আগামীর মেয়র হিসেবে বিজয়ী করতে এবং নগর উন্নয়ন সহ অসমাপ্ত চলমান কাজগুলো সমাপ্ত করতে।

  প্রকাশিত: শুক্রবার ০৭ জানুয়ারি ২০২২

  Post Top Ad

  Post Bottom Ad