• সর্বশেষ আপডেট

    ভোট গণনা না করেই ফল ঘোষণার অভিযোগ

      


    দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের কেন্দ্রে ভোট গণনা না করেই এক ইউপি সদস্যকে বিজয়ী ঘোষণার অভিযোগে সংবাদ সম্মেলনে করেছেন পরাজিত প্রার্থী। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ তুলে তিনি পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন।

    শুক্রবার (১২) দুপুরে হাকিমপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ওই ওয়ার্ডের নির্বাচনে বৈদ্যুতিক পাখা মার্কার পরাজিত সদস্য প্রার্থী হুমায়ুন কবির। এ সময় সেখানে চশমা মার্কার পোলিং এজেন্ট সেতা মণি, কলম মার্কার এজেন্ট আকলিমা বেগম, ফুটবল মার্কার এজেন্ট রবিউল ইসলাম ও ফ্যান মার্কার পোলিং এজেন্ট রাহাত হোসেন উপস্থিত থেকে একই অভিযোগ করেন

    হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার (১১ নভেম্বর) হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আমি ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে ফ্যান মার্কায় নির্বাচন করেছি। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত কলন্দপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট হয়। তবে ভোট শেষে এ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সব ব্যালট পেপার গণনা না করেই সব প্রার্থীদের পোলিং এজেন্টদের কাছ থেকে ভোট গণনার আগেই জোরপূর্বক স্বাক্ষর নেন। এরপর নাজমুল হোসেন নামের এক প্রার্থীকে ইউপি সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করেন। এ সময় ভোট গণনার কথা বললে পোলিং এজেন্টদের ধমক দিয়ে জানানো হয়, ভোট গণনা হয়ে গেছে, দুই বার গণনার কোনও সুযোগ দেওয়া হয়নি।’ 
    তিনি আরও বলেন, ‘এ সময় পোলিং এজেন্টরা ফলাফল শিটে স্বাক্ষর দিতে না চাইলে তাদেরকে বিভিন্ন রকমের হুমকি-ধমকি দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেন।’ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যালট পেপার গণনার দাবি জানান তিনি। একইসঙ্গে সে ওয়ার্ডের পুনর্নির্বাচনের দাবি জানান।

    প্রকাশিত: শুক্রবার ১২ নভেম্বর ২০২১